Head of the Department



No | Title | Publish Date |
1 | Philosophy Department Notice title | 7 March, 2021 |
“জ্ঞানই সৎ গুন” (Knowledge is virtue) মহামান্য দার্শনিক সক্রেটিসের এই বানীকে সামনে রেখে মেহেরপুর সরকারি কলেজে দর্শন বিভাগের অনার্স কোসর্র যাত্রা শুরু হয়, তৎকালীন অনার্স ভবনের ৩য় তলায়, যা বর্তমানে আরো বড় পরিসরে সমহিমায় উজ্জ¦ল হয়ে আছে।
দর্শন কী: দর্শন সমগ্র সত্তার প্রকাশ, স্বরূপ ও আদর্শ উপলদ্ধির চেষ্টাকারী বিজ্ঞান। দর্শনের জন্ম জীবন ও জগতের প্রয়োজনে। প্রত্যেকে যিনি চিন্তার মাঝে বেঁচে আছেন তিনি কোন না কোন অর্থে দার্শনিক। জগৎ ও জীবনের বিভিন্ন মৌলিক সমস্যার চিন্তা করা, সাধারণ লোকের এবং বিজ্ঞানীদের ধারণার সত্যাসত্য নিরুপণ করা এবং প্রাপ্ত খÐ খÐ সত্যকে শৃঙ্খলিত করে এক অখÐ সত্যের ধারণা দেওয়া দর্শনের কাজ। দার্শনিক কোঁতে বলেন “দর্শন হলো সকল বিজ্ঞানের বিজ্ঞান। যুগে যুগে বিভিন্ন সভ্যতা, দেশ ও সমাজ বিবর্তনের মূল কেন্দ্রে থাকেন সেই সময়ের দার্শনিকরা। তাই বর্তমান তথ্য প্রযুক্তিরযুগে দর্শন চর্চার গুরুত্ব তুলে ধরার জন্য জাতিসঙ্গের প্রতিষ্ঠান ইউনেস্ক ২০০২ সালে ২১ নভেম্বর প্রথম ‘ বিশ^ দর্শন দিবস নামক একটি দিবস প্রবর্তন করেন যা পৃথীবির অন্যান্য দেশের ন্যায় প্রতিবছর (নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার) বাংলাদেশেও পালিত হয়। দর্শনিক চিন্তা মানুষকে মানুষ হিসেবে ভাবতে, মানুষকে জীবন পথে চলতে শেখায়। দর্শন মানুষের বিপদের বন্ধু, সত্য পথ প্রদর্শক।
বর্তমান অবস্থান: মেহেরপুর সরকারি কলেজের ৫ম তলা বিশিষ্ট একাডেমিক কাম এক্সামিনেশন ভবনের ৪র্থ তলায় পুরো ফ্লোর নিয়ে দর্শন বিভাগ অবস্থিত। বিভাগে শিক্ষকদের জন্য এসি সমৃদ্ধ অফিস রুম, সেমিনার লাইব্রেরী, ডিজিটাল ক্লাস রুমসহ আরো দুটি ক্লাস রুম, একাধিক ল্যাপটপ, একাধিক ডেস্কটপ এবং স্কিনার, প্রিন্টার মেশিনসহ ডিজিটালাইজেশন শিক্ষা ব্যবস্থার সকল উপকরন রয়েছে।
অনার্স কোর্স : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০-২০১১ শিক্ষা বর্ষ থেকে ৫০ টি সিট নিয়ে অনার্স কোর্স চালু হয়। বিভাগের প্রতিষ্ঠা কালীন চেয়ারম্যান ছিলেন শেখ মোঃ হুমায়ন কবীর, সহযোগী অধ্যাপক, ১৬বিসিএস। বর্তমানে অনার্স কোর্সে ১০০জন ছাত্র-ছাত্রী ভর্তি হবার সুয়োগ পান।
মাস্টার্স কোর্স : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ – ২০২৩ শিক্ষা বর্ষ থেকে ১ম ব্যাচ হিসেবে ৫০ টি সিট নিয়ে মাস্টারস কোর্স চালু হয়। বিভাগের প্রতিষ্ঠা কালীন চেয়ারম্যান মোঃ এনামুল হক, সহকারী অধ্যাপক, (আই ডি-০১৬৬৯৭, ২৬তম বিসিএস )।
ডিগ্রী পাস কোর্স : বিভাগের অধীন ৩বছর মেয়াদী ডিগ্রী পাস কোর্স পরিচালিত হয়। কলা বিভাগের প্রায় সকল ছাত্র-ছাত্রী এই কোর্স অধ্যায়ন করে।
ইন্টারমিডিয়েট কোর্স : বিভাগের অধীনে একাদশ- দ¦াদশ শ্রেণীতে যুক্তিবিদ্যা বিষয় পড়ানো হয়। মানবিক বিভাগের কিছু ছাত্র-ছাত্রী এই কোর্স অধ্যায়ন করে।
বিভাগের সৃষ্টপদ সংখ্যা ও বর্তমানে কর্মরত শিক্ষক,কর্মচারিঃ
সহযোগী অধ্যাপক: এক জন , (শূন্য )
সহকারী অধ্যাপক: মোঃ এনামুল হক, আই ডি . নং ঃ ০১৬৬৯৭, বি সি এস সাধরণ শিক্ষা ঃ ২৬, বিভাগে যোগদানের তারিখ: ১১-০১-২০১৭, মোবাইল নং ঃ ০১৭১০৭৪৫৪৩০, ইমেল enamulphilosophy@gmail.com
প্রভাষক: মোঃ মনিরুল ইসলাম-০০০২৫১২০,
যোগদানের তারিখঃ ২৫/১০/২০২২ ,
মোবাইল নং ০১৭১৬৩৪৬৪৮৮, Email- moni.mgdc@gmail.com
প্রভাষকঃ মোঃ জামসেদুর রহমান
সেমিনার সহকারি ঃ মোঃ নজরল ইসলাম ,
01916488512