Head of the Department



মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মেহেরপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ মেহেরপুর সরকারি কলেজ ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এই কলেজ বিজ্ঞান শিক্ষার প্রসারে ও মানব সম্পদ উন্নয়নে দেশে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ১৯৬৫ সালে বিজ্ঞান ভবন নির্মিত হয় এবং সেই বছর অন্যান্য বিভাগের মত পদার্থবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। তবে ১৯৬২ সাল থেকেই ইন্টারমিডিয়েট এবং ১৯৬৭ সালে বিএসসি পাস কোর্সের শ্রেণি কার্যক্রম চালু হয়।
বর্তমানে বিজ্ঞান ভবনের নীচতলায় পূর্ব ও পশ্চিম গ্যালারীর মাঝে পদার্থবিজ্ঞান বিভাগ অবস্থিত। বিভাগে কর্মরত বর্তমান শিক্ষক সংখ্যা ২ জন ও সহায়ক স্টাফ ১জন। বিভাগের পাশে ১টি বৃহৎ ল্যাবরেটরি, ১টি কম্পিউটার, ১টি বুক সেলফ, ২টি চেয়ার ও টেবিল রয়েছে। বর্তমান বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় ২০০জন এবং স্নাতক পর্যায়ে ৫০ জন শিক্ষার্থী রয়েছে। এই বিভাগ তত্ত্বীয় ও ব্যবহারিক পাঠদানে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিজ্ঞান মেলা ও ফিজিক্স অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগীতায় শিক্ষার্থীদের সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে অনুপ্রাণিত করে।