এক নজরে কলেজ লাইব্রেরি
মেহেরপুর সরকারি কলেজ ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম দুই বছর মেহেরপুর মডেল হাইস্কুলে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯৬৪ সালে কলেজের কার্যক্রম মডেল হাইস্কুল থেকে বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয়, তখন থেকেই এ কলেজের একটি কক্ষে কিছু বই সংগ্রহের মাধ্যমে লাইব্রেরির জন্ম হয়। লাইব্রেরি প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৬৭ সালে মো. তৈয়ব আলী, সহকারী লাইব্রেরিয়ান হিসেবে যোগদান করে। লাইব্রেরি সমৃদ্ধির ক্ষেত্রে তনিি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ১৬৫০০ টি। এই লাইব্রেরিতে ০২টি জাতীয় দৈনিক পত্রিকা ও একটি স্থানীয় দৈনিক পত্রিকা রাখা হয়। এছাড়াও বাংলা সাহিত্য ও বিজ্ঞান ভিত্তিক দুটি মাসিক ম্যাগাজিন রাখা হয়। লাইব্ররিতে একটি বঙ্গবন্ধু ও শেখ রাসেল কর্নার এর আলাদা কক্ষ রয়েছে। বর্তমানে লাইব্রেরির অবস্থান পুরাতন একাডেমিক ভবনের দ্বিতীয় তলার পশ্চিমে। লাইব্রেরিতে মনোরম পরিবেশে পড়ালেখা করার পর্যাপ্ত সুবিধা রয়েছে। লাইব্রেরি সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত খোলা থাকে। শিতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরিতে একটি কম্পিউটার রয়েছে। ছাত্র-ছাত্রীদের আলাদাভাবে বসার সুব্যবস্থা রয়েছে। লাইব্রেরিকে আরো আকর্ষণীয় করার জন্য পর্যাপ্ত আলো দৃষ্টি নন্দন পর্দার ব্যবস্থা রয়েছে। লাইব্রেরিতে প্রায় সকল বিষয়ের পর্যাপ্ত সংগ্রহ রয়েছে। এখানে ছাত্র-ছাত্রী তার প্রয়োজনীয় বই কার্ডের মাধ্যমে বাসায় নিয়েও পড়তে পারে।
About Libraian
College Library at a Glance
ক্রমিক নং | বইয়ের নাম | সংখ্যা |
০১ | বাংলা | ২৫০০ |
০২ | ইংরেজি | ১৫০০ |
০৩ | আইসিটি | ২৮০ |
০৪ | পৌরনীতি/রাবি | ১২০০ |
০৫ | দর্শন/যুক্তিবিদ্যা | ৮০০ |
০৬ | ইতিহাস/ইসলামের ইতিহাস | ৯০০ |
০৭ | অর্থনীতি | ৯০০ |
০৮ | হিসাববিজ্ঞান | ৮০০ |
০৯ | ব্যবস্থাপনা | ৬০০ |
১০ | পদার্থবিজ্ঞান | ৯০০ |
১১ | রসায়ন | ৮০০ |
১২ | জীববিজ্ঞান | ৯৫০ |
১৩ | গণিত | ৮২০ |
১৪ | ধর্মীয় বই | ১৫০০ |
১৫ | বিবিধ | ২০০০ |
মোট | ১৬৪৫০ |